এবার স্কুল খোলার ভাবনায় রাজ্য শিক্ষা দফতর। মুখ্যসচিবকে একটি চিঠি দিয়েছে রাজ্য শিক্ষা দফতর। সেই চিঠিতে প্রাথমিকভাবে প্রাথমিক ভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খোলার প্রস্তাব দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই স্কুল খোলার বিষয় নিয়ে নানান দফতরের সঙ্গে আলোচনা শুরু করেছে রাজ্য সরকার। আগামী সোমবার থেকেই মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ খুলে যাচ্ছে।
বাংলাতেও অভিভাবক মহলের একাংশ স্কুল খোলা নিয়ে সোচ্চার হয়েছেন। স্কুলের হেডমাস্টার ও হেডমিস্ট্রেস সংগঠন স্কুল খুলে দেওয়া নিয়ে চিঠি দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে।
শুক্রবার শুভেন্দু অধিকারী স্কুল খোলার দাবিতে সরব হয়েছেন। নন্দীগ্রামে দাঁড়িয়ে তিনি বলেছেন, বার, মদের দোকান, বিউটি পার্লার খুলে দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন করোনা কি কেবল স্কুল আর লোকাল ট্রেনে। গ্রামের পড়ুয়াদের হাতে নেই মোবাইল, ল্যাপটপ, ট্যাব। তাই তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে বলে জানান শুভেন্দু অধিকারী। এবার তাই স্কুল, কলেজগুলি খোলার বিষয়ে রাজ্য সরকারও উদ্যোগী হয়েছে।
Comments are closed.