বনধ তুলে নেওয়ার জন্য দলীয় নেতাদের অনুরোধ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে দাঁড়িয়ে একথা বললেন তিনি।
রবিবার ১০৮ পুরসভার ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে সোমবার ১২ ঘন্টার বনধ ডেকেছে বিজেপি। সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে বনধ ঘিরে নানা অশান্তির খোবর পাওয়া গেছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে ধস্তাধ্বস্তি হয়েছে পুলিশের। আবার শিলিগুড়িতে বনধের সমর্থনে রাস্তায় বেরিয়ে গ্রেফতার হতে হয়েছে বিজেপির দুই বিধায়ককে। এই অবস্থায় বেলা গড়াতে না গড়াতেই বনধ প্রত্যাহারের জন্য দলীয় নেতৃত্বকে অনুরোধ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এদিন নন্দীগ্রামের টেঙ্গুয়ায় এসে শুভেন্দু অধিকারী বলেন, হঠাত্ করে ডাকা বন্ধে অনেকের অসুবিধা হচ্ছে। বনধ প্রত্যাহার করে নেওয়া হবে। যদিও এই বিষয়ে পরে কিছু জানায়নি বিজেপি নেতৃত্ব।
বনধের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বনধের প্রভাব পড়েছে। রাজ্যের ১০৮ পুরসভার ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে সোমবার ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে বিজেপি। রবিবারই রাজ্য নির্বাচন কমিশনের দফতরে যায় বিজেপির প্রতিনিধি দল। সেই দলে ছিলেন রাজ্য নেতা শিশির বাজোরিয়া, বিধায়ক অগ্নিমিত্রা পাল।
Comments are closed.