ছোট্ট সাইকেল নিয়ে ঘুরে ঘুরে ১০০ রকমের ধোসা বিক্রি করছেন এই ব্যক্তি। ১ বছর ২ বছর নয় টানা ১৭ বছর ধরে সাইকেল নিয়ে ঘুরে ঘুরে ধোসা বিক্রি করছেন তিনি।
মুম্বইয়ের বাসিন্দা শ্রীনিবাস ধোসাওয়ালা। এটাই তাঁর ব্যবসা। ব্যবসার শুরুতে তিনি শুধু বিক্রি করতেন প্লেন ধোসা ও মশলা ধোসা। কিন্তু এখন পেরিয়ে গেছে ১৭ বছর। বেড়েছে চাহিদা। তাই মশলা ধোসা ও প্লেন ধোসা থেকে তিনি এখন বানিয়ে ফেলেন ১০০ রকমের ধোসা। আর এই ব্যবসায় তাঁর সম্বল শুধুমাত্র একটি সাইকেল। ভাবতে অবাক লাগলেও এই সাইকেল নিয়েই ১০০ রকমের ধোসা বিক্রি করেন তিনি। আর সাইকেল নিয়ে মুম্বইয়ের এক প্রান্ত থেকে ওপর প্রান্ত ঘুরে বেড়ান তিনি। ধোসার সব সরঞ্জাম রাখা ওই সাইকেলেই। সাইকেলে আছে ছোট্ট একটি তাওয়া, একটি গ্যাস স্টোভ ও ধোসা বানানোর সব সরঞ্জাম।
সকাল ৮ টা থেকে শুরু হয় তাঁর ব্যবসা। ঘুরে ঘুরে সাইকেল নিয়ে ধোসা বিক্রি করেন অনেক রাত পর্যন্ত। দামও একদম নাগালের মধ্যে। মশলা ধোসার দাম সুরু ৩৫ টাকা থেকে আর চিজ ভরা পিৎজা ধোসার দাম ১০০ টাকা। আর বাকি সবরকমের ধোসার দাম খুবই কম। মুম্বইয়ের অনেকেই তাঁর নামের সঙ্গে পরিচিত।
Comments are closed.