পামেলা গোস্বামীকে নতুন দায়িত্ব দিল রাজ্য বিজেপি

পামেলা গোস্বামীকে বিজেপি যুব মোর্চার সাংস্কৃতিক সেলের ইনচার্জ করা হল। এই ঘোষণা করেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। তিনি রাজ্য কমিটির নতুন পদাধিকারিদের নাম ঘোষণা করেছেন। সেখানে নাম রয়েছে পামেলা গোস্বামীর।

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে মাদককান্ডে গাড়ি থেকে গ্রেফতার করা হয় পামেলা গোস্বামীকে। সেই সময়ের যুব মোর্চার নেতা ছিলেন পামেলা গোস্বামী। পামেলা গোস্বামীকে বিষ্ফোরক মন্তব্য করতে দেখা যায় কোর্টে ঢোকার মুখে। আরেক বিজেপি নেতা রাকেশ সিংহের নাম তোলেন পামেলা। গ্রেফতার করা হয় রাকেশ সিংহ সহ আরও অনেকে। পরে পামেলা এবং রাকেশ দুজনেই জামিনে মুক্ত হন। জেল থেকে বেরিয়েই ফের বিজেপিতে যোগ দেন পামেলা এবং তিনি জানান রাকেশ সিংহের সঙ্গে রাজনীতি করতেও আপত্তি নেই তাঁর। অন্যদিকে, তাঁকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বলে যাঁর বিরুদ্ধে বার বার অভিযোগ করেছিলেন পামেলা, সেই নিউ আলিপুর থানার প্রাক্তন ওসি সম্বন্ধে তিনি বলেন, সত্যের জয় হয়েছে। যিনি আসল চক্রী, তাঁকে তাঁর দফতর বদলি করে দিয়েছে।

উল্লেখ্য,পামেলা মাদক কাণ্ডে বদলি করা হয় নিউ আলিপুর থানার ওসি অমিতশঙ্কর মুখার্জিকে। তাঁকে বদলি করে পাঠানো হয় স্পেশ্যাল ব্রাঞ্চে। তাঁর জায়গায় নিউ আলিপুর থানার নতুন ওসি হন তিলজলা থানার অতিরিক্ত ওসি শৈবাল রায়। যদিও লালবাজার জানায়, এটি রুটিন বদলি।

Comments are closed.