আপের হাত ধরে রাজ্যসভায় হরভজন সিংহ!

আম আদমি পার্টি অর্থাৎ আপের হাত ধরে এবার রাজ্যসভায় যেতে চলেছেন হরভজন সিং।  সূত্রের খবর, পাঞ্জাবের নবনির্বাচিত আপ সরকার ভারতের প্রাক্তন অফ স্পিনারকে স্পোর্টস ইউনিভার্সিটির দায়িত্ব দিতে পারে। সদ্য মুখ্যমন্ত্রী হিসেবে পাঞ্জাবে শপথ নিয়েছেন ভগবন্ত মান।

শপথ নেওয়ার পর জলন্ধরে একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই প্রতিশ্রুতি পূরণ করার জন্য দায়িত্ব দেওয়া হতে পারে ভাজ্জির হাতে। নতুন মুখ্যমন্ত্রী-সহ আপ-এর শীর্ষ নেতৃত্ব ৪১ বছর বয়সী হরভজনকে  রাজ্যসভায় মনোনীত প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছেন।

নতুন মুখ্যমন্ত্রী চান হরভজন রাজ্যের খেলাধুলার মান বাড়ানোর জন্য কাজ করুক, যার মান পাঞ্জাবে গত কয়েক বছরে অনেকটা কমেছে।

উল্লেখ্য, গত বছরই ২২ গজকে বিদায় জানিয়েছেন এই অফস্পিনার। এবার রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন তিনি। প্রথমে শোনা গিয়েছিল কংগ্রেসে যোগ দিতে পারেন হরভজন সিংহ।

 

Comments are closed.