অনিল আম্বানীর সংস্থা, রিলায়েন্স কমিউনিকশনের বিরুদ্ধে এবার ইচ্ছাকৃত আদালত অবমাননার অভিযোগ এxনে, অনিল আম্বানীর স্থাবর -অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত এবং নিলাম করে তাদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার আবেদন করল এরিকসন ইন্ডিয়া।
প্রসঙ্গত, ২০১৪ সালে সুইডেনের বহুজাতিক সংস্থা এরিকসনের সঙ্গে চুক্তি হয় অনিলের সংস্থা আর কমের। চুক্তির শর্ত ছিল, ভারতে আর কমের টেলিকম ব্যবসা সামলাবে এরিকসন। কিন্তু, পরে আর কমের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ আনে এরিকসন। দ্বারস্থ হয় ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনালের। আর কমের কাছে বকেয়া প্রায় দেড় হাজার কোটি টাকা দাবি করে এরিকসন। পরে, ৫৫০ কোটি টাকা মেটানোর রফা সূত্রে আসে দুই সংস্থা। গত ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেই টাকা মেটানোর কথা ছিল আর কমের। কিন্তু তা না হওয়ায়, সুপ্রিম কোর্টে জানুয়ারি মাসে আবেদন জানায় সুইডিশ বহুজাতিক সংস্থাটি। গত ৭ই জানুয়ারি এরিকসন সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়, আদলতের নির্দেশ অমান্য করে বকেয়া না মেটানোয় আর কম কর্ণধার অনিল আম্বানীকে গ্রেফতারির নির্দেশ দিক কোর্ট। তারই পরিপ্রেক্ষিতে আনিল আম্বানীকে ৪ সপ্তাহের মধ্যে প্রতিক্রিয়া চেয়ে নোটিশ পাঠায় সুপ্রিম কোর্ট।
এরপর, ফের মামলা দায়ের করে এরিকসন সংস্থা। মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারপতি আর এফ নরিমানের বেঞ্চ আগামী ১২ই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে। ওই দিন রিলায়েন্স টেলিকমের চেয়ারম্যান সতীশ শেঠ ও রিলায়েন্স ইনফ্রাটেলের চেয়ারপার্সন ছায়া ভিরানির উপস্থিত থাকার কথা রয়েছে।
Related Posts
Comments are closed.