বিধানসভায় অধিবেশনের শেষ দিনে তৃণমূল-বিজেপির হাতাহাতির ঘটনায় উত্তাল পরিস্থিতি তৈরি হয়। এই পরিস্থিতিতে পাহাড় থেকে ফিরহাদ হাকিমকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি ফিরহাদকে স্পিকারের কাছে অভিযোগ জানানোর নির্দেশ দেন। ঘটনায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করা হবে বলে জানা গিয়েছে।
রামপুরহাটকাণ্ডে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে সোমবার বিধানসভায় তৃণমূল বিধায়ক ও বিজেপি বিধায়কদের হাতাহাতি শুরু হয়। তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। ওয়েলে বিধানসভার নিরাপত্তাকর্মীদের সঙ্গে হাতাহাতি শুরু হয় বিজেপি বিধায়কদের। বিধানসভায় ভাঙচুর করেন বিজেপি বিধায়করা। সেক্রেটারিয়েট টেবিলের কাগজপত্রও কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে পরিষদীয় দলনেতা মনোজ টিগগার জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি, তাপসী মণ্ডলকেও মেরেছে তৃণমূল। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে ফোন করে বিধানসভার এই পরিস্থিতির খোঁজ নেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে শুভেন্দু অধিকারী, শংকর ঘোষ, মনোজ টিগ্গা, নরহরি মাহাতো এবং দীপক বর্মণকে সাসপেন্ড করা হয় বিধানসভা থেকে।
Comments are closed.