আপাতত ভারত সফর স্থগিত করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। জেরুজালেমে প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টার তরফ থেকে এই কথা জানানো হয়েছে। আগামী সপ্তাহে ভারতে আসার কথা ছিল নাফতালি বেনেটের। ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত ভারতে থাকার কথা ছিল তাঁ। রবিবার কোভিড পজিটিভ হন তিনি। তাই আপাতত ভারত সফর বাতিল তাঁর।
এই অবস্থায় বর্তমানে নিজের বাড়ি থেকেই কাজ করছেন বেনেট। উল্লেখ্য, ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গিয়েছিল, ভারত-ইসরায়েলের সম্পর্কের উন্নতি করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ভারত সফর করবেন। দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিক উপলক্ষ্যে এপ্রিলের প্রথম সপ্তাহে ভারত সফর করবেন তিনি। কিন্তু আপাতত বাতিল হল সেই সফর।
Comments are closed.