অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মহিলাদের বিনামূল্যে দেওয়া হচ্ছে সেলাই মেশিন। প্রধানমন্ত্রী ফ্রি সেলাই মেশিন যোজনা ২০২২-র আওতায় এই মেশিন দেওয়া হচ্ছে।
প্রতি রাজ্যে ৫০ হাজার মহিলা এই সুবিধা নিতে পারেন। যেসব মহিলাদের স্বামীরা মাসে ১২,০০০ টাকার কম আয় করেন,তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। আবেদনকারী মহিলাদের বয়স হতে হবে ২০ থেকে ৪০ হাজারের মধ্যে। গভর্মেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে মহিলারা এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ডাউনলোড করতে হবে। সেই ফর্মটির সঙ্গে এক কপি ফটো ও প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে নিকটবর্তী অফিসে জমা দিতে হবে। তবে আবেদনকারী মহিলার সেলাই কাজের সার্টিফিকেট থাকতে হবে।
Comments are closed.