সোমবার ভাইঝি সায়রা শাহ হালিমের হয়ে ভিডিও বার্তায় ভোট চেয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সিপিএম প্রার্থীর সমর্থনে প্রচার করতে গিয়ে নাম না করে বালিগঞ্জের তৃণমূল প্রার্থীকে কটাক্ষও করেছিলেন। আর ২৪ ঘন্টার মধ্যেই অভিনেতাকে পাল্টা খোঁচা দিয়ে ট্যুইট করলেন বাবুল সুপ্রিয়। মঙ্গলবার নাসিরের উদ্দেশ্যে বাবুল ট্যুইটে লিখেছেন, ওনাকে এত বিষণ্ণ লাগছে, যেন মনে হচ্ছে সিপিএম জোর করে ভিডিওটি রেকর্ড করিয়েছে।
ট্যুইটে প্রথমে নাসিরের ঢালাও প্রশংসা করেন বাবুল। লেখেন, আমরা সবাই নাসিরুদ্দিন শাহকে নিয়ে গর্ব করি, ভালোবাসি। তারপরেই বাবুলের খোঁচা উনি একজন কিংবদন্তি অভিনেতা,যিনি বর্তমানে কাকার চরিত্রে অভিনয় করছেন। পদ্মশ্রী, পদ্মভূষণ দুটোই উনি পেয়েছেন তা তত্বেও ওনাকে ভিডিওটি এত বিষণ্ণ লাগছে যে মনে হচ্ছে সিপিএম জোর করে রেকর্ড করিয়েছেন। সেই সঙ্গে প্রাক্তন সংসদের কটাক্ষ, তা সত্ত্বেও ভিডিওটি বেশ অনুপ্রাণিত করেছে।
We all love & respect #NaseerUddinShah •An absolute Legend & now playing a doting Real-Life Uncle•Awwww!He has received both PadmaShree & PadmaBhushan but sadly he looks very gloomy in this video•Seems @CPIM_WESTBENGAL forced him to record this but the video is so adorable🙏❤️ pic.twitter.com/VAHwpFOfSh
— Babul Supriyo (@SuPriyoBabul) April 4, 2022
ভাইঝি তথা সিপিএম প্রার্থী সায়রার সমর্থনে ভোট চাওয়ার সময় নাসির বলেছিলেন, বালিগঞ্জের মানুষ জানে কাকে সমর্থন করবে। এমন একজন যিনি মানুষের জন্য কাজ করবে। এমন একজন নয় যিনি রং বদল করেন, সুযোগ সন্ধানী এবং সমাজে বিদ্বেষ ছড়ায়। ওই বার্তায় কারোর নাম নিলেও রাজনৈতিক মহলের দাবি, বাবুলকেই নিশানা করেছিলেন বর্ষীয়ান অভিনেতা।
Comments are closed.