এপ্রিলের মধ্যেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণের পরিমাণ ছাড়িয়ে যাবে ১০০০ কোটি টাকা। ইতিমধ্যেই ঋণ দেওয়া হয়েছে প্রায় ৬০০ কোটি।
প্রায় ২১ হাজার ৫০০ জন স্টুডেন্ট উপকার পাচ্ছে এই প্রকল্পে। ৩০ জুন থেকে চালু হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এপ্রিলে ৬০০ কোটি থেকে বেড়ে ১০০০ কোটি হবে রাজ্যের দেওয়া ঋণের পরিমাণ। নবান্নে এই বিষয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্কুল দফতরের সচিব ও ব্যাংক আধিকারিকরা। সেই বৈঠক থেকে ব্যাংকগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, আটকে থাকা আবেদনগুলির অনুমোদন দিয়ে দিতে হবে ৩০ এপ্রিলের মধ্যে
বিধানসভা নির্বাচনের পর প্রতিশ্রুতি মতন চালু হয় স্টুডেন্ট ক্রেডিট কার্ড। স্টুডেন্টরা ব্যাংক থেকে ঋণ পায় পড়াশোনা করার জন্য। ইউক্রেন ফেরত পড়ুয়ারাদেরও এই প্রকল্পের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ৬০০ কোটি টাকার অনুমোদন হয়েছিল আগেই। এই এপ্রিলে সেই পরিমাণ বেড়ে দাঁড়ায় ১০০০ কোটি। ৭ এপ্রিল রাজ্য জুড়ে করা হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড শিবির।
Comments are closed.