বিশ্বের দরবারে ফের সেরার শিরোপা পেল বাংলা। সৌজন্যে বাংলার এসএসকেএম হাসপাতাল। আন্তর্জাতিক ম্যাগাজিন নিউজ উইক এসএসকেএম কে সেরা হাসপাতাল হিসেবে বেছে নিয়েছে। এসএসকেএমের সঙ্গে এই তালিকায় আছে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স বা এইমস।
রোগী পরিষেবা, গবেষণা, সুপার স্পেশ্যালিটি কেয়ার সহ একাধিক বিষয়ে এই শিরোপা পেয়েছে এসএসকেএম।
ম্যাগাজিনের তরফ থেকে এসএসকেএম অধিকর্তা মণিময় ব্যানার্জিকে জানানো হয়েছে একথা। তিনি জানিয়েছেন, এই স্বীকৃতির জন্য চিকিৎসক, অধ্যাপক থেকে শুরু করে চতুর্থশ্রেণির কর্মী সকলের কাছেই কৃতজ্ঞ। আন্তর্জাতিক ম্যাগাজিন নিউজ উইক ইউরোপ, লাতিন আমেরিকা-সহ এশিয়ার সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালের ওপর সমীক্ষা চালায়। সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হয় গত ২ মার্চ। এই বছর সমীক্ষা করা হয়েছিল অনলাইনেই।
Comments are closed.