রাস্তার ধারে একটি ছেলেকে পড়াচ্ছেন এক পুলিশ সার্জেন্ট। গাছের নীচে বই, খাতা নিয়ে বসে আছে একটি ছেলে। আর হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন পুলিশ সার্জেন্ট। নেট দুনিয়ায় এখন ছড়িয়ে পড়েছে সেই ছবি। ছবি দেখেই মনে হচ্ছে ছেলেটিকে পড়াচ্ছেন তিনি।
পুলিশের সার্জেন্ট প্রকাশ ঘোষ। দক্ষিণ-পূর্ব ট্র্যাফিক গার্ডের কলকাতা পুলিশের সার্জেন্ট তিনি। বালিগঞ্জ আইটিআই-এর কাছে ঘরবাড়ি হারানো ওই ছেলেটিকে পড়ান তিনি৷ ছেলেটির মা রাস্তার পাশের খাবারের দোকানে কাজ করে। তিনি ছেলেকে একটি সরকারি স্কুলে ভর্তি করার জন্য অনেক চেষ্টা করেছেন। সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন প্রকাশ ঘোষ।
জানা গিয়েছে, যে দিন সার্জেন্ট ঘোষকে ওই এলাকায় দায়িত্ব দেওয়া হয়, ওইদিন ছেলেটিকে পড়ান তিনি। হোম ওয়ার্ক দিয়ে আসেন। আবার পরের ডিউটির দিন ঠিক মতন হোম ওয়ার্ক করেছে কিনা তা দেখে নেন, করে দেন বানান সংশোধন।
আইনের রক্ষক শুধু না, একটি সুষ্ঠ সমাজ গড়ে তুলতে মনস্থির করেছেন তিনি। একজন পুলিশ কর্মী সমাজের অগ্রগতির লক্ষ্যে একটি ছেলেকে পড়াশোনা শেখাতে চাইছেন, এটাই আসল হিরো, মন্তব্য করেছেন অনেকে। আবার অনেকে বলেছেন, কলকাতা পুলিশ সেরা।
Comments are closed.