উত্তরবঙ্গে ফের বিজেপিতে ভাঙন। ২ হাজারের বেশি মানুষ বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। রায়গঞ্জের কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ২ হাজারের বেশি কর্মী রবিবার বিজেপিতে যোগ দেন।
কমলাবাড়ি পঞ্চায়েতের বেশ কয়েকজন সদস্য ও এলাকাবাসী মিলিয়ে প্রায় ২ হাজারের বেশি মানুষ যোগ দেন তৃণমূলে। উত্তরদিনাজপুর জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল এবং রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণীর হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন তাঁরা। উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের দাবি, কৃষ্ণ কল্যাণীর তৃণমূলে যোগ দেওয়ার পরেই এলাকার বিজেপি সমর্থকরা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় কাজ করতে চেয়েছেন। এটা তার প্রতিফলন।
Comments are closed.