রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবার পুলিশ প্রশাসনকে একগুচ্ছ কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জেলায় জেলায় পুলিশ কর্তাদের নির্দেশ দেন, কারোর বিরুদ্ধে কোনও রকম অভিযোগ পেলেই ব্যবস্থা নিন। রং দেখার দরকার নেই। অভিযোগ প্রমাণিত হলে, যদি বড় নেতা হয় তার বিরুদ্ধেও পদক্ষেপ নিন, কেউ বাধা দেবে না। মুখ্যমন্ত্রী সাফ জানান, অবৈধ বালি খাদান, গাছ কাটা, কোনও রকমের দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলেই সরকার বরদাস্ত করবে না।
সেই সঙ্গে রাজ্যের আইনসৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এদিন মুখ্যমন্ত্রী আইজি-ডিআইজিদের থানায় থানায় যাওয়ার নির্দেশ দেন। সেই সঙ্গে জেলার পুলিশ সুপারদেরও মুখ্যমন্ত্রী এদিন নির্দেশ দেন, স্থানীয় থানাগুলোতে ‘সারপ্রাইজ ভিজিট’ দিতে। পাশাপাশি ডিজি মনোজ মালব্যকে এদিন মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, বহু থানায় ভুয়ো এফআইআর করা হচ্ছে। কোনটা সঠিক অভিযোগ কোনটা মিথ্যে সেটা খতিয়ে দেখার জন্য একটা মনিটরিং টিম তৈরি করতে, যার পর্যবেক্ষণে থাকবেন ডিজি মনোজ মালব্য।
বুধবার নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিটি জেলার জেলা শাসক পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। জেলার আইনসৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিক নির্দেশ দেন। বলেন, পুলিশ সুপার এবং জেলা শাসকদের একত্রিত হয়ে কাজ করতে হবে। রামপুরহাটের ঘটনা নিয়েও এদিন ফের একবার উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে হাঁসখালি কাণ্ড নিয়েও পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
Comments are closed.