শহরে ফের অঙ্গদান। এবার অঙ্গদান করা হল এক চিকিৎসকের। অ্যানাস্থেশিয়া বিশেষজ্ঞ সংযুক্তা শ্যাম রায়ের ব্রেন ডেথের পর তাঁর লিভার ও দুটি কিডনি নিয়ে নতুন জীবন পেলেন কলকাতা ও কলকাতা লাগোয়া তিন বাসিন্দার। মঙ্গলবার গভীর রাতে তাঁর মরণোত্তর অঙ্গ সংরক্ষণের পর বুধবার গ্রহীতাদের শরীরে প্রতিস্থাপন করা হয়।
এনআরএস মেডিক্যাল কলেজের প্রাক্তনী সংযুক্তা শ্যাম রায় অ্যাপোলো হাসপাতালে কর্মরত ছিলেন। গত শনিবার তাঁর মারাত্মক কার্ডিয়াক অ্যাটাক হয়। বন্ধ হয়ে যায় হৃদযন্ত্র। পরে হৃদযন্ত্র চালু হলেও মারাত্মক ক্ষতি হয়ে যায় মস্তিষ্কের। সোমবার সকালে ব্রেন ডেথ হয় সংযুক্তা শ্যাম রায়ের। এরপরই মৃতার চিকিৎসক স্বামী অঙ্গদানের সিদ্ধান্ত নেন। লিভার ও দুটি কিডনি প্রতিস্থাপনের জন্য গ্রহীতার খোঁজ শুরু হয়। অ্যাপোলোরই এক রোগীর শরীরে লিভার প্রতিস্থাপিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। একটি কিডনি পান এসএসকেএমের এক রোগী এবং অন্য কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় দমদম আইএলএস হাসপাতালের এক রোগীকে। কর্ণিয়া প্রতিস্থাপন করা হবে দিশা হাসপাতালে।
চিকিৎসক হিসাবে অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছেন। কিন্তু মৃত্যুর পরেও তিনজনকে নতুন জীবন দিয়ে গেলেন চিকিৎসক সংযুক্তা শ্যাম রায়। সংযুক্তা শ্যাম রায়ের পরিবারকে কুর্নিশ জানিয়েছে চিকিৎসক মহল।
Comments are closed.