পথচারীদের জন্য আলাদা রাস্তা ‘স্ট্রিট ফর পিপল’ তৈরি হল নিউটাউনে। জানা গিয়েছে, এই রাস্তায় চলবে না কোনও যানবাহন। সাইকেলও চলবে না। নিউটাউনের অ্যাকশন এরিয়া ১-এ এই রাস্তা তৈরি হয়েছে। রাস্তা সাজানো হয়েছে আলপনা দিয়ে। পথচারীদের সুবিধার্থে রাস্তার দুপাশে থাকবে খাবারের দোকান ও বসার জায়গা। রাস্তার দু’দিকে বসানো হয়েছে বিভিন্ন রকমের আলো। নিউটাউনের বিভিন্ন আবাসনে অনেক বয়স্ক মানুষদের বসবাস। তাঁদের সুবিধার জন্যই স্ট্রিট ফর পিপল তৈরি করা হয়েছে।
এই বিষয়ে হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন জানিয়েছেন, মানুষের জীবন এখন যান্ত্রিক হয়ে গিয়েছে। রাস্তায় গাড়ি দৌরাত্মে কম হাঁটছেন মানুষ। মর্নিং ওয়াক ও ইভিনিং ওয়াকের জন্য রাস্তার অভাব। তাই শুধুমাত্র হাঁটার জন্য এই রাস্তা তৈরি করা হয়েছে। নিউ টাউনের বিশ্ব বাংলা সরণির পাশের রাস্তা ধরে এগিয়ে গেলে বাম দিকে সেন্ট্রাল শপিং মল ও গ্যালেরিয়া শপিং মল আছে। এছাড়াও আছে অনেক হোটেল ও এপিজে আব্দুল কালাম কলেজ। এর আগে নিউটাউনে বাস যাতায়াত, চার চাকার গাড়ি এবং সাইকেল ও জগিং ট্র্যাক তৈরি করেছিল হিডকো। এ বার পথচারীদের জন্য আলাদা রাস্তাও তৈরি করা হল।
Comments are closed.