এসএসসি নিয়োগ মামলা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে সিপিএম, বিজেপি তীব্র আক্রমণ শানাচ্ছে শাসক দলকে। এবার ঝাড়গ্রামের সভা থেকে বিরোধীদের আক্রমণের জবাব দিলেন তৃণমূল নেত্রী। সিপিএমকে তাঁর তোপ, আগে তো একটা চিরকুট দিয়েই চাকরি হত। ৩৪ বছর ধরে কী করেছে, আমি অনেক খোঁজ নিয়েছি। সিপিএম সব আস্তে আস্তে প্রকাশ করবো। তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি, এতদিন ভদ্রতা করেছি। কিন্তু সেটাকে তৃণমূলের দুর্বলতা ভাবলে ভুল হবে।
এসএসসি মামলা নিয়ে এদিন সরাসরি কিছু না বললেও মুখ্যমন্ত্রীর যে নিশানা সেদিকেই ছিল, এমনটাই মনে করছেন অনেকে। সেই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী এও বলেন, কোথাও কিছু ভুল ত্রুটি হলে তা শুধরে দেওয়ার সময় দেওয়া উচিত। বৃহস্পতিবার ঝাড়গ্রামের কর্মীসভা থেকে সিপিএমের পাশাপাশি বিজেপিকেও তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা ব্যানার্জি। তাঁর কথায়, দেশে তুঘলকি রাজ চলাচ্ছে বিজেপি। বাংলায় জিততে না পেরে এজেন্সিগুলোকে কাজে লাগাচ্ছে। বিজেপি গায়ের জোরে সব সংবিধানিক সংস্থা দখল করছে।
Comments are closed.