দীর্ঘ দু’বছর পর ইডেনে বসতে চলেছে আইপিএলের আসর। টুর্নামেন্ট থেকে কলকাতা নাইট রাইডার্স ছিটকে গেলেও শহরের ক্রিকেট প্রেমীদের উৎসাহ তুঙ্গে। আর এবারে রাতে দর্শকদের বাড়ি ফেরার জন্য স্পেশাল মেট্রোর কথা ঘোষণা করল কর্তৃপক্ষ। মঙ্গল ও বুধ দু’দিনই এসপ্লানেড থেকে স্পেশাল মেট্রো চালাবে রেল।
কলকাতা মেট্রোর তরফে ট্যুইট করে জানানো হয়েছে, আগামী ২৪ ও ২৫ তারিখ রাত ১২ টায় এসপ্লানেড থেকে দুটি মেট্রো ছাড়বে। একটি কবি সুভাষের উদ্দেশ্যে এবং অন্যটি দক্ষিনেশ্বরের উদ্দেশ্যে। যাত্রা পথে সব স্টেশনেই মেট্রো দুটি দাঁড়াবে। যদিও এই স্পেশাল ট্রেনের জন্য শুধুমাত্র এসপ্লানেড থেকেই টিকিট কাটা যাবে। রাতে খেলা শেষে দর্শকদের যাতে বাড়ি ফিরতে অসুবিধা না হয়, সেকথা ভেবেই মেট্রোর তরফে এই সিদ্ধান্ত।
উল্লেখ্য, মঙ্গলবার খেলা রয়েছে গুজরাত এবং রাজস্থানের মধ্যে। বুধবার রয়েছে লখনৌ সুপার জায়েন্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
Comments are closed.