সোমবার প্রকাশিত হয়েছে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফল। প্রথম স্থান পেয়েছেন শ্রুতি শর্মা। এবার এই পরীক্ষায় জয় হয়েছে প্রমীলা বাহিনীর। প্রথম তিনজনই মহিলা। এবার ইউপিএসসি পরীক্ষায় বাংলায় সাফল্য এনেছেন তিন জন। দ্বিতীয় হয়েছেন অঙ্কিতা আগরওয়াল। তিনি কলকাতার বাসিন্দা। বাংলার নাগেরবাজারের বাসিন্দা শুভম শুক্লা আছেন ৪৩ নম্বরে। ৯৪ নম্বরে আছেন মেদিনীপুর শহরের ইন্দ্রাশিস দত্ত।
তৃতীয়বারের চেষ্টায় সাফল্য এনেছেন অঙ্কিতা। ২০১৯ সালে তিনি ইন্ডিয়ান রেভিনিউ অফিসার হিসাবে নিযুক্ত হয়েছিলেন। সমস্ত সোশ্যাল মিডিয়ার প্লাটফর্ম থেকে নিজেকে বের করে এনেছিলেন অঙ্কিতা। অর্থনীতিতে গ্র্যাজুয়েট অঙ্কিতার রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক ছিল ঐচ্ছিক বিষয়। দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে পাশ করার পর প্রথম দিকে তিনি একটি আন্তর্জাতিক কনসালটেন্সি ফার্মে কাজ করতেন। পরে সেই কাজ ছেড়ে তিনি ২০১৯ সালে প্রথমবার ইউপিএসসি পরীক্ষায় বসেন। তিনি জানান, ভবিষ্যতে নারীদের ক্ষমতায়ন, প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, স্কুল শিক্ষা দফতরে কাজ করতে চাই।
দমদমের নাগেরবাজারের বাসিন্দা শুভম শুক্লা। ২০১৮ সালে স্নাতক হওয়ার পর শুরু করে দেন ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি। প্রথম দুবার অপশনাল পেপার ছিল কেমিস্ট্রি। প্রথম দুবারের অভিজ্ঞতা ভালো ছিলনা। কিন্তু হাল ছাড়েনি। কেমিস্ট্রির পরিবর্তে বেছে নেন পলিটিক্যাল সায়েন্সকে। শেষে চতুর্থবারের সাফল্য আসে।
অন্যদিকে প্রথম ১০০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন মেদিনীপুরের ইন্দ্রাশিস দত্ত। ইন্দ্রাশিসের রয়েছেন ৯৪ নম্বরে। গত বছরও এই পরীক্ষায় বসেছিলেন। ৩১৮ নম্বরে ছিলেন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে মাধ্যমিক পাশ করেছেন শুভম। মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ২০১১ সালে মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষায় বসেন। সেখানে ৩৫ তম স্থান পান তিনি। কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হন। মাঝপথেই মেডিক্যাল ছেড়ে বেঙ্গালুরুতে আইআইএসসিতে পড়ার সিদ্ধান্ত নেন ইন্দ্রাশিস।
Comments are closed.