বিকেলের মধ্যে ঝেঁপে বৃষ্টি আসছে। সকাল থেকে আকাশ মেঘলা শহরে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে জ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হবে। গুমোট গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। এরমধ্যে শুক্রবার রাতে কলকাতা সহ বেশকিছু জেলায় বৃষ্টি হয়েছে। তাপমাত্রা কিছুটা কমেছে। ফলে কিছুটা স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ।
শুক্রবার সকালেও কলকাতার আকাশ ছিল আংশিক মেঘলা। কিন্তু গুমোট ভাব থাকায় অস্বস্তি ছিল। কিন্তু রাতে বৃষ্টি হওয়ার পর শনিবার সকাল থেকে আদ্রতাজনিত অস্বস্তি থেকে অনেকটাই মুক্তি পেয়েছে সাধারণ মানুষ। হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতার পাশাপাশি হাওড়া, উত্তর ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। কিন্তু দক্ষিণবঙ্গে এখনও এস পৌঁছাতে পারেনি বর্ষা। সাধারণত কলকাতায় বর্ষা আসে ১১ জুন। কিন্তু এইবছর একটু দেরি হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
Comments are closed.