জুলাই মাসের ৯ দিন ভারত-বাংলাদেশের ট্রেন চলাচল বন্ধ থাকবে। আগামী ৬ জুলাই থেকে ১৪ জুলাই বন্ধ থাকবে ভারত-বাংলাদেশ রেল পরিষেবা। মৈত্রী, বন্ধন ও মিতালি এই তিনটি এক্সপ্রেস ট্রেনই ওই সময় বন্ধ থাকবে। ঈদ উপলক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচল করা এই তিনটি ট্রেনই বন্ধ থাকবে।
জানা গেছে, আগামী ৬ থেকে ১৪ জুলাই বন্ধ থাকবে ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে চলা মিতালি এক্সপ্রেস এবং ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ঢাকা থেকে খুলনা রুটের বন্ধন এক্সপ্রেস ও ঢাকা-কলকাতা রুটে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকবে। ঈদের আগে ও পরে প্রায় ৯ দিন ট্রেন বন্ধ থাকার পর ফের নিয়ম মেনে এই তিন ট্রেন ট্রেন চলাচল শুরু হবে।
২০০৮ সালে মৈত্রী এক্সপ্রেস চালু হয়েছিল। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে এই ট্রেন কলকাতা পর্যন্ত চলে। বন্ধন এক্সপ্রেস ২০১৭ সালে চলাচল শুরু করেছিল। এই ট্রেন খুলনা থেকে বেনাপোল সীমান্ত হয়ে কলকাতা পর্যন্ত সপ্তাহে দুই দিন চলে। রবি ও বুধবার মিতালি এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে ঢাকায় আসে। আর সোম ও বৃহস্পতিবার ঢাকা থেকে নিউ জলপাইগুড়িতে যায় এই ট্রেন।
Comments are closed.