কিষান মান্ডির বেনিয়ম নিয়ে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কৃষকদের উদ্দেশ্যে তিনি সাফ বলেন, কোনও কিষান মন্ডি ধান না কিনে ফিরিয়ে দিলে, তাদের বিরুদ্ধে অভিযোগ করা হোক। থানায় গিয়ে এফআইআরও করতে বলেন তিনি। সেই সঙ্গে পুলিশকেও তিনি বলেন, এই ধরণের অভিযোগের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
সোমবার বর্ধমানের নবাবহাটের গোদার মাঠে প্রশাসনিক সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানেই কৃষান মন্ডির বেনিয়মের অভিযোগে কড়া হুঁশিয়ারি দেন। তাঁর কথায়, “আমি কিষান মান্ডি নিয়ে কয়েকটি অভিযোগ পেয়েছি। সরকার কৃষকদের থেকে ধান কিনে নেয়। অথচ কিছু কিষান মান্ডি ধান নিচ্ছে না। চাষিরা ধান বিক্রি করতে এলে ফিরিয়ে দিচ্ছে।” তারপরেই কৃষকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “ধান না কিনে ফিরিয়ে দিলে, সোজা বিডিও অফিসে চলে যান। অভিযোগ জানান, দরকার পড়লে এফআইআর করুন” তারপরেই পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে তাঁর বার্তা, “এই সমস্ত অভিযোগ পেলে ফেলে রাখবেন না। দ্রুত ব্যবস্থা নিন।” এদিন জেলাশাসকের উদ্দেশ্যেও মুখ্যমন্ত্রী বলেন, যাঁদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাবেন। তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন।
রাজ্য থেকে কম পরিমাণ ধান কেনার জন্য এদিন কেন্দ্রকেও একহাত নিয়েছেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, বাংলার প্রতি বঞ্চনা করছে কেন্দ্র। অন্যান্য রাজ্য থেকে ধান কিনলেও বাংলা থেকে কিনছে না।
Comments are closed.