১ মাসে তিন বার বাড়ল ডিমের দাম; “খাব কী?” প্রশ্ন আমজনতার 

ফের বাড়ল ডিমের দাম। চলতি মাসে এই নিয়ে তিন বার। মাসের শুরুতে ডিমের দাম ছিল ৬ টাকা। মাঝে তা বেড়ে হয় সাড়ে ছয়। আর এবার দাম বেড়ে হল ৭ টাকা। অর্থাৎ এক মাসে প্রতি পিস ডিমের দাম বাড়ল ১ টাকা। মূল্য বৃদ্ধির ঝাঁজে নাজেহাল সাধারণ মানুষ। এর মধ্যেই ডিমের দাম বাড়ায়, অনেকেই প্রশ্ন করছে, “এভাবে দাম বাড়লে খাব কী?” 

মাছ মাংসের দামও হুহু করে বেড়েছে। এই অবস্থায় সস্তায় প্রাণীজ প্রোটিন পেতে মধ্যবিত্তের কাছে ডিমই ছিল আদর্শ। এবার সেই ডিমের দামও আকাশ ছুঁতে চলেছে। পাইকারী ব্যবসায়ীদের দাবি, মুরগির খাওয়ারের দাম বাড়ার কারণেই ডিমের দাম বেড়েছে। মুরগির খাওয়ারের দাম নিয়ন্ত্রণে এলেই ডিমের দামও ফের কমতে পারে। 

ডিমের পাশপাশি পাল্লা দিয়ে বেড়েছে মুরগির দামও। কলকাতা সহ আশপাশের জেলায় ১ কেজি মুরগির মাংসের দাম ২৬০ টাকা থেকে ২৭০ টাকা। যোগানের অভাবের কারণেই মুরগির মাংসের দাম বৃদ্ধি বলে দাবি ব্যবসায়ীদের। আর এর মধ্যেই ফের দাম বাড়ল ডিমের। 

Comments are closed.