সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিক মডেলের হরেকরকমের গাড়ি এসেছে বাজারে। প্রতিটি মডেলেরই আলাদা আলাদা ক্রেতা রয়েছে। তবে ঝাঁ চকচকে গাড়ি যতই বাজার দাপিয়ে বেড়াক, অ্যাম্বাসেডরের বিকল্প আজও অমিল। উৎপাদন বন্ধ হলেও অ্যাম্বাসেডর যেন এখনও গাড়ির রাজা। আর সেই অ্যাম্বাসেডরের নির্মাতা হিন্দুস্তান মোটরস এবার পা রাখতে চলছে ইলেকট্রিক গাড়ির দুনিয়ায়। জানা গিয়েছে, খুব শীঘ্রই ইলেকট্রিক স্কুটার তৈরি করবে তারা।
একটি বিদেশি সংস্থার সঙ্গে জুটি বেঁধে ইলেকট্রিক স্কুটির বাজারে পা রাখছে হিন্দুস্থান মোটরস। হিন্দমোটরের যে জমিতে অ্যাম্বাসেডর কারখানা ছিল, সেখানেই ইলেকট্রিক স্কুটি তৈরি করার কারখানা হবে বলে জানা গিয়েছে। বাজারে ইতিমধ্যেই বেশ কয়েকটি সংস্থার ইলেকট্রিক স্কুটি রয়েছে। সেক্ষত্রে যত দ্রুত সম্ভব হিন্দুস্থান মোটরস তাদের স্কুটি আনার জন্য তোড়জোড় শুরু করেছে। যদিও আগামী বছরের মাঝামাঝি সময়ের আগে হিন্দুস্তান মোটরসের ইলেকট্রিক স্কুটি বাজারে আসার সম্ভাবনা নেই।
হিন্দুস্তান মোটরসের ডিরেক্টর উত্তম বোস সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, আগামী অর্থবর্ষের শেষের দিকে ইলেকট্রিক টু-হুইলার বাজারে এসে যাওয়ার সম্ভবনা রয়েছে। তবে তিনি নির্দিষ্ট ভাবে কোনও তারিখের উল্লেখ করেননি।
উল্লেখ্য, অ্যাম্বাসেডরের চাহিদা কমে যাওয়ার ফলেই বন্ধ করে দেওয়া হয় এই কারখানা। ২০১৪ সালে পাকাপাকি ভাবে কারখানার গেটে তালা পড়ে যায়। যার ফলে একসঙ্গে কয়েক হাজার মানুষও কাজ হারান। একসময় উত্তরপাড়া সংলগ্ন হিন্দমোটর অঞ্চলের প্রাণ ছিল এই কারখানা। কারখানার নাম থেকেই স্টেশনের নাম রাখা হয়েছিল। হিন্দমোটর আবার খুলছে শুনে এলাকার মানুষের মধ্যেও খুশির হওয়া।
Comments are closed.