গুরু পূর্ণিমার দিন অর্থাৎ বুধবার সন্ধ্যায় আকাশে দেখা যাবে সবথেকে ‘বড় চাঁদ’। চাঁদের যে আকার দেখে আমার অভ্যস্ত এদিন তার কয়েকগুণ বেশি বড় দেখাবে চাঁদকে। মহাকাশ বিজ্ঞানের ভাষায় চাঁদের এই রূপকে বলা হচ্ছে, ‘স্ট্রবেরি মুন’। অনেকে আবার ‘বাক মুন’ও বলেন। স্বাভাবিক আকৃতির থেকে এদিন চাঁদকে প্রায় ১০ গুন বড় দেখাবে। কিন্তু কেন এমনটা হবে জানেন? কী জানাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা?
এদিন চাঁদ ‘colsest point to the earth’ বিন্দুতে এসে অবস্থান করে। অর্থাৎ পৃথিবীর কক্ষপথের সবথেকে কাছের বিন্দুতে এসে চাঁদ অবস্থান করবে। যার ফলে এদিন সাধারণ দিনের থেকে চাঁদকে আরও বড় দেখতে পাবে পৃথিবীবাসী। চাঁদের যে রূপ দেখে আমারা মুগ্ধ হই, এদিন তা যেন আরও ছাপিয়ে যাবে। চলতি বছরে একবারই চাঁদ এই রূপে ধরা দেবে। এর পর ফের একরকম মহাজাগতিক ঘটনা ঘটবে ২০২৩ সালের ৩ জুলাই।
জানা গিয়েছে, ১৩ জুলাই বুধবার রাত ১২ টা ৭ মিনিটে আকাশের দিকে তাকালে সব থেকে বড় চাঁদ দেখা যাবে। তবে দক্ষিণবঙ্গবাসীর ক্ষেত্রে চিন্তার বিষয় মেঘলা আকাশ। আকাশে মেঘ থাকলে চাঁদের পরিপূর্ণ রূপ দেখা যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে সব ঠিক থাকলে বুধবার নির্ধারিত সময়ে আকাশের দিকে তাকালে আপনি অবাক হতে বাধ্য হবেন।
Comments are closed.