কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী রাজ্য পরিচালিত সেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় কলকাতা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

ফের সেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়। কেন্দ্রের প্রকাশ করা NIRF 2022 র‍্যাঙ্কিংয়ে রাজ্যের মধ্যে সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে যাদবপুর বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। আর দ্বিতীয় স্থানে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই নিয়ে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জানিয়েছেন, গর্বিত যে, কেন্দ্রের প্রকাশ করা NIRF 2022 রিপোর্ট অনুযায়ী, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের সমস্ত রাজ্য সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম এবং দ্বিতীয় স্থানে আছে। তিনি এও জানান, সেন্ট জেভিয়ার্স কলেজ দেশের মধ্যে অষ্টম স্থানে আছে।

দেশে সার্বিকভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম দশের মধ্যে চতুর্থ স্থানে আছে। আর কলকাতা বিশ্ববিদ্যালয় অষ্টম স্থানে। গত বছর যাদবপুর বিশ্ববিদ্যালয় ছিল অষ্টম স্থানে আর কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল চতুর্থ স্থানে। দ্বিতীয় স্থানে আছে দিল্লির জেএনইউ। জানা গিয়েছ অষ্টম স্থানে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ, আর নবম স্থানে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। সেরা মেডিক্যাল কলেজ দিল্লির এইমস। দেশের সেরা ১০ ইঞ্জিনিয়ারিং কলেজগুলি মধ্যে শীর্ষে আইআইটি মাদ্রাজ। তৃতীয় আইআইটি বম্বে, চতুর্থ আইআইটি কানপুর ও খড়্গপুর আইআইটি পঞ্চম স্থানে আছে।

Comments are closed.