অনেকেই রয়েছেন, যাঁরা একাধিক ফেসবুক প্রফাইল ব্যবহার করেন। একটা প্রফাইল হয়তো নিজের নামে, বাকিগগুলো হয়তো অন্য কোনও নামে। এক কথায় ভুয়ো প্রফাইল। আবার ফেসবুকে অনেক কন্টেন্ট ক্রেয়েটার রয়েছেন, যাঁদের একই নামে বেশ কয়েকটি প্রোফাইল রয়েছে। এবার তাঁদের উদ্দেশ্যে নতুন ফিচার আনল ফেসবুক। আসুন জেনে নেওয়া যাক, কী সেই ফিচার?
ফেসবুকের তরফে জানানো হয়েছে, এবার থেকে একসঙ্গে পাঁচটি প্রফাইল ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। পাঁচটি প্রোফাইল একসঙ্গে লিঙ্ক করতে পারবেন। একটি প্রফাইল থেকে আরেকটি প্রোফাইল যেতে গেলে নতুন করে লগ ইন করতে হবে না। আগে একটি প্রোফাইল থেকে অন্য প্রোফাইল যেতে গেলে প্রাথমটি লগ আউট করে তারপর দ্বিতীয় প্রফাইলে গিয়ে ইমেল এড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। নতুন ফিচার আসার পর আর এই ঝক্কি পোহাতে হবে না ব্যবহারকারীদের।
তবে ফেসবুকের তরফে এও জানানো হয়েছে, একাধিক একাউন্ট একসঙ্গে লিঙ্ক করা থাকলেও প্রত্যেকটি প্রফাইলের পৃথক সত্তা বজায় থাকবে। অর্থাৎ, একটি প্রোফাইলের তথ্য কোনও ভাবেই অন্য প্রোফাইল দেখা যাবে না, যদি না প্রফাইলের মালিক তা চান। তবে এক্ষেত্রে জানানো হয়েছে, ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে, তা মেনেই একাধিক প্রোফাইল ব্যবহার করতে হবে। কোনও প্রফাইল থেকেই এমন কিছু করা যাবে না যা ফেসবুকের কমিউনিটি গাইড লাইনকে লঙ্খন করে। সেক্ষত্রে প্রতিটি প্রফাইলের ওপরেই তার প্রভাব পড়বে।
Comments are closed.