ভারতীয়দের তথ্য চুরির অভিযোগ, ফেসবুক কর্তৃপক্ষকে ফের তলব কেন্দ্রের

তথ্যচুরি ও ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের গোপনে হস্তান্তরের অভিযোগে সোস্যাল সাইট ফেসবুক এবং কেমব্রিজ অ্যানালিটিকাকে দ্বিতীয় বার নোটিশ জারি করল ভারত সরকারের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক। সম্প্রতি ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁরা ভারতের প্রায় পাঁচ লক্ষের বেশি ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে ‘ডেটা লিক’ করে কেমব্রিজ অ্যানালিটিকাকে বিক্রি করেছে। ফেসবুকের হিসেব অনুযায়ী প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষের অ্যাকাউন্টে থেকে তথ্যচুরির কথা বলা হলেও এই সংখ্যাটি আরও বেশি হতে পারে বলে বিভিন্ন মহলের ধারনা। ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ শুধু ভারতেরই নয়, ২০১৬ সালে মার্কিন নির্বাচনকে প্রভাবিত করা এবং মার্কিন জনসাধারণের ফেসবুক তথ্যচুরির মতো একাধিক গুরুতর অভিযোগও রয়েছে। এই প্রসঙ্গে ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ ফেসবুক পরিচালনায় ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছিলেন। কিছুদিন এই অভিযোগে মার্কিন সেনেটে তীব্র ভৎর্সনার মুখোমুখি হতে হয় মার্ককে। তার সপ্তাহ দুয়েক পর ভারতের এই ‘ডাক’ কে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave A Reply

Your email address will not be published.