রাষ্ট্রপতি নির্বাচনের আগের দিন বিজেপি বিধায়কদের হোটেলে রাখা নিয়ে পদ্ম শিবিরকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। ‘রিসোর্ট রাজনীতি’র প্রসঙ্গ তুলে অভিষেকের খোঁচা, যেমন কাজ করবে তেমন ফল পেতে হবে। বিজেপি যদিও অভিষেকের কটাক্ষকে গুরুত্ব দিতে চায়নি।
রাষ্ট্রপতি ভোটের আগের দিন বিজেপির ৭০ জন বিধায়ককে নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে রাখা হয়। সোমবার হোটেল থেকেই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে বিধানসভার উদ্দেশ্যে রওনা দেন রাজ্য বিজেপির বিধায়কেরা। বাংলার রাজনৈতিক ইতিহাস এরকম ঘটনা এই প্রথম। রাজনৈতিক মহলের দাবি, রাষ্ট্রপতি ভোটে ক্রস ভোটিংয়ের সম্ভবনা ছিল। রাজ্য বিজেপির বিধায়কদের ভোট যাতে দ্রৌপদী মুর্মুর সমর্থনে পড়ে, তা নিশ্চিত করতেই রাজ্য বিজেপির এই ব্যবস্থা। আর এ নিয়েই অভিষেক ব্যানার্জি তীব্র কটাক্ষ করেছেন পদ্ম শিবিরকে।
এদিন অভিষেক তাঁর ট্যুইটে লেখেন, কর্মফল ভুগতে হচ্ছে ওদেরকে। মানুষের ক্ষমতার কাছে বিজেপিকে মাথা নত করতেই হবে। হাস্যকর লাগছে এটা ভেবে যে, বিজেপির রিসোর্ট রাজনীতি ওদের দিকেই ঘুরে গিয়েছে। সত্যি বাংলা পথ দেখায়।
KARMA has no Menu. YOU GET SERVED WHAT YOU DESERVE. Folks @BJP4India will ALWAYS have to bow to the POWER OF PEOPLE.
HILARIOUS to see instead of holding MLAs of other political parties captive, BJP’s ‘RESORT POLITICS’ have backfired on them!
Truly, BENGAL SHOWS THE WAY.. https://t.co/VAfXd9LAZe
— Abhishek Banerjee (@abhishekaitc) July 18, 2022
যদিও, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, বিজেপির বহু বিধায়ক দূরদূরান্ত থেকে আসেন। অনেকের ব্যক্তিগত গাড়িও নয়। অনেক বিধায়ক MLA হোস্টেলে ঘরও পাননি। সেকারণেই হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছে।
Comments are closed.