অপরাজিতা আঢ্য দেখিয়ে দিলো মিঠাই, গাঁটছড়া, ধূলোকণা সব তার কাছে ফিকে! TRP তে প্রথম স্থানে জায়গা দখল করে নিল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’, কাঁদছে মিঠাই ভক্তরা
বৃহস্পতিবার মানেই দর্শকদের কাছে একটা উত্তেজনাপূর্ণ দিন। বিশেষ করে ধারাবাহিক প্রেমিদের জন্য এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ সারা সপ্তাহ ধরে দর্শকেরা তাদের পছন্দের যে সমস্ত ধারাবাহিক গুলি দেখে আসেন তাদের টিআরপি ফল কি হলো? কে কততম স্থানে জায়গা দখল করে থাকলো সেই সমস্ত জানতে পারা যায় এই বৃহস্পতিবার। তবে এই সপ্তাহের টিআরপি তালিকায় এসেছে বিরাট বড় পরিবর্তন। এই সপ্তাহের TRP ফলাফল জানতে পারলে আপনিও চমকে যাবেন। গত বেশ কয়েক মাস ধরে মিঠাই ধারাবাহিকের টিআরপি রেটিং ফলাফল একেবারেই ভালো নয়, প্রথম স্থান থেকে সোজা পঞ্চম স্থানে নেমে গিয়েছিল মিঠাই। যদিও এই সপ্তাহে কিছুটা এগিয়ে এসেছে কিন্তু তাও মিঠাই ভক্তদের জন্য এটা একেবারেই ভালো ফলাফল নয়।
তবে এই সপ্তাহে সকলকে চমকে দিয়ে টিআরপি তালিকার প্রথম স্থান দখল করে নিলো জি বাংলার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই? কিন্তু বেশ কিছুদিন ধরে এই ধারাবাহিক নানান রকম টুইস্ট নিয়ে আসছে। যার ফলে দর্শকদের দেখার আগ্রহ বাড়ছে। অন্যদিকে মিঠাই ধারাবাহিকের জনপ্রিয়তা কমে যাওয়ার কারণে ধারাবাহিক বন্ধের গুঞ্জন শোনা গিয়েছে, যদিও ঘটনাটি পুরোপুরি সত্যি কিনা তা এখনো জানতে পারা যায়নি। চলুন তাহলে আর অপেক্ষা না করে জেনে নেওয়া যাক এই সপ্তাহের TRP রেটিং এর ফলাফল।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক ২১ জুলাই বৃহস্পতিবারের টিআরপি-
প্রথম- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৮.২)
দ্বিতীয়- ধুলোকণা (৭.৯)
তৃতীয়- আলতা ফড়িং (৭.৭)
চতুর্থ- মিঠাই (৭.৬)
পঞ্চম- গৌরী এলো (৭.৪)
গাঁটছড়া (৭.৪)
ষষ্ঠ- এই পথ যদি না শেষ হয় (৬.৩)
সপ্তম- উমা (৬.২)
অষ্টম- অনুরাগের ছোঁয়া (৬.১)
নবম- বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৫.৭)
দশম- খেলনা বাড়ি (৫.৬)
টি আর পির সম্পূর্ণ তালিকা-
5:00 PM : খেলাঘর (১.৮)
5:30 PM : গুড্ডি (৩.৪) | দিদি No.1 S9 (৩.১)
6:00 PM : গোধূলি আলাপ (৩.৫) | পিলু (৪.৬)
6:30 PM : সাহেবের চিঠি (৩.৬) | খেলনা বাড়ি (৫.৬)
7:00 PM : গাঁটছড়া (৭.৪) | উমা (৬.২)
7:30 PM : আলতা ফড়িং (৭.৭) | গৌরী এলো (৭.৪)
8:00 PM : ধুলোকণা (৭.৯) | মিঠাই (৭.৬)
8:30 PM : মন ফাগুন (৫.৪) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৮.২)
9:00 PM : আয় তবে সহচরী (৪.৮) | এই পথ যদি না শেষ হয় (৬.৩)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৬.১) | লালকুঠি (৫.২)
10:00 PM : গঙ্গারাম (৪.০) [Last Week] | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৫.৭)
10:30 PM : বৌমা একঘর (২.৬) | উড়ন তুবড়ি (৪.৫)
11:00 PM : জয় গোপাল (১.৮) | শিশু ভোলানাথ (২.৫)
এছাড়া নন ফিকশন শোয়ের মধ্যে –
রান্নাঘর (১.২)
সা রে গা মা পা (৭.১)
দিদি No.1(লক্ষ্মী কাকিমা স্পেশাল) [SUN] (৯.৫)
Ismart Jodi (৩.০)
তাহলে বুঝতেই পারছেন কোন ধারাবাহিক কতটা জায়গা করে নিতে পেরেছে দর্শকের মনে। জি বাংলা নতুন ধারাবাহিক ‘বোধিসত্তের বোধবুদ্ধি’ ধীরে ধীরে দর্শকের মনে জায়গা করে নিচ্ছে। ছোট্ট বোধির নানা কর্মকাণ্ড দর্শকের বেশ ভালই লাগছে।
Comments are closed.