নবান্নের নিরাপত্তায় বাড়তি জোর, মেট্রো স্টেশনের আদলে বসছে স্মার্ট গেট 

রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ অফিস নবান্ন। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের তাবড় তাবড় ব্যক্তিদের কাজের জায়গা এটি। সেই নবান্নের নিরাপত্তাকে আরও আঁটসাঁট করতে উদ্যোগ নিচ্ছে প্রশাসন। সেই উদ্দ্যেশেই এবার নবান্নের প্রবেশ দ্বারে স্মার্ট গেট বসছে। মেট্রো স্টেশনে প্রবেশের জন্য যেমন বিশেষ কার্ড বা কুপন লাগে, একই ভাবে নবান্নের ক্ষেত্রেও সেই প্রযুক্তি ব্যবহার করা হবে। এবার থেকে নবান্নে ঢুকতে গেলে কর্মীদেরও বিশেষ কার্ড ব্যবহার করতে হবে, যার মাধ্যমে তাঁরা ভিতরে প্রবেশ করতে পারবে। 

জানা গিয়েছে, পূর্ত দপ্তরের সিভিল বিভাগ এবং তথ্য প্রযুক্তি বিভাগের যৌথ উদ্যোগে এই স্মার্ট গেট বসানোর কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই নবান্নে প্রবেশের পেছনের দরজায় জোর কদমে গেট বসানোর কাজ চলছে। খুব শীঘ্রই সেই কাজ সম্পূর্ণ হবে বলে খবর। 

আগে নবান্নে প্রবেশ দ্বারগুলোতে বায়োমেট্রিক মেশিন বসানো থাকতো। কর্মীরা সেখানে আঙুলের ছাপ দিয়ে অফিসে ঢুকতেন। সেই ব্যবস্থার পাশপাশি এবার থেকে স্মার্ট গেট ব্যবহার করা হবে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর বাড়িতে আগন্তুকের প্রবেশ নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে নিরাপত্তায় জোর দিতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে স্মার্ট গেটের ব্যবহার তাদের মধ্যে অন্যতম। 

Comments are closed.