করোনা কাটিয়ে দুবছর পর রাজ্যে জাঁকজমকভাবে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। সেজে উঠছে রেড রোড। কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে প্যান্ডেল। এবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দর্শকদের বসার জায়গা বিগত বছরের তুলনায় অনেকটাই বেশি করা হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই বছর স্কুল পড়ুয়ারা স্বাধীনতা সংগ্রামীদের ছবি নিয়ে পদযাত্রা করবে।
সূত্রের খবর, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ট্যাবলো প্রদর্শিত হবে। শিল্প দফতরের পক্ষ থেকে এই ট্যাবলো প্রদর্শন করা হবে। এর ফলে রাজ্যে শিল্পে বিনিয়োগকারীদের বিশেষ বার্তা দেওয়া হবে বলেই সূত্রের খবর। পাশাপাশি কন্যাশ্রী, ঐক্যশ্রী, স্বাস্থ্যসাথীর মতন বিভিন্ন সরকারি প্রকল্পগুলি তুলে ধরা হবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। কলকাতা পুলিশের পক্ষ থেকেও ট্যাবলো প্রদর্শন করা হবে। অন্যদিকে বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে। তাই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সেই বিশেষ সম্মানের কথা তুলে ধরা হবে ট্যাবলোর মাধ্যমে। বার্তা দেওয়া হবে শান্তি ও সম্প্রীতির। নবান্ন সূত্রের খবর, স্বাধীনতা দিবসের দিন রেড রোড এর মঞ্চ থেকেই ১২ জন আইপিএসকে বিশেষ সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্ন সূত্রে খবর কলকাতায় রেড রোডের অনুষ্ঠানের পাশাপাশি জেলা গুলিকেও স্বাধীনতা দিবস পালনের জন্য নির্দেশিকা পাঠানো হয়েছে।
Comments are closed.