“অনেকেই মনে করেন অভিনেতারা অল্প শিক্ষিত, পেটে বিদ্যা নেই। তাই তাদের অবজ্ঞা করা হয়, কিন্তু এই ভাবনাটা ভুল” – অভিনেত্রীদের বিষয়ে রটে যাওয়া ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য
বর্তমানে বিভিন্ন ধারাবাহিকের দৌলতে প্রচুর অভিনেতা অভিনেত্রীদের সাথে পরিচিত হন সাধারন মানুষ। তাদের মধ্যে কেউ কেউ দীর্ঘ সময়ের জন্য জায়গা করে নেন দর্শকের হৃদয়ে। আবার কেউ হয়তো একেবারেই হারিয়ে যান। কখনো হয়তো এমনও হয় যে দুর্দান্ত অভিনয় দক্ষতা থাকার ফলে প্রথমে অভিনেত্রী জনপ্রিয়তা পেলেও শেষে গিয়ে হারিয়ে যেতে হয় অভিনেত্রীকে। এমন পরিস্থিতিভুক্ত অভিনেতা অভিনেত্রীদের নাম করলে হয়তো শেষ করা যাবে না। তবে একজন অভিনেত্রী প্রায় হারিয়ে গেলেও দর্শক কিছুটা হলেও মনে রেখেছেন তাকে। নাম ত্রমিলা ভট্টাচার্য, ভাবছেন কে এই অভিনেত্রী? বিশ্বাস করুন আপনি তাকে খুব ভালো মতোই চেনেন।
আসলে কিছু অভিনেত্রী আছেন যাদের অভিনয় দক্ষতা এতটাই প্রখর থাকে যে মানুষ তাদেরকে সেই চরিত্রের নামেই চিনে যান। তাদের নিজের নামের পরিচয়টা খুব কমই হয়ে থাকে। “পটল কুমার গানওয়ালা” ধারাবাহিকের খলনায়িকার সাথেও ঠিক ঘটেছে এমন একটি ঘটনা। এখনও ধারাবাহিকের চরিত্র নামেই তিনি সমাদৃত। ১৯৯৭ সালে তার প্রথম অভিনয় জগতের কাজ শুরু হয়। তবে পটল কুমার গানওয়ালা ধারাবাহিকের মধ্যে দিয়ে বেশ বড় সংখ্যার জনগণের মধ্যেই পরিচিত হয়েছিলেন অভিনেত্রী।
খুব অল্প বয়সেই তার বাবাকে হারানো অভিনেত্রী। খুবই অর্থ কষ্টের মধ্য দিয়ে হিসাববিজ্ঞানে স্নাতক পাস করেন তিনি। তার কাকা অর্জুন ভট্টাচার্য ছিলেন চিত্র নাট্যকার। তিনি তাকে প্রথম “সীমারেখা” ধারাবাহিককে অভিনয়ের প্রস্তাব দেন। প্রথমে অভিনেত্রীর মা রাজি না হলেও পরে তার কাকা অভিনেত্রীর মাকে বুঝিয়ে রাজি করান। এর পরেই শুরু হয় অভিনেত্রী পথ চলা। এর কিছুদিন পরেই নিজের ক্লাসমেটকে বিয়ে করে বিদেশ চলে যান অভিনেত্রী। সেখান থেকে পড়াশোনা করেন মিডিয়া স্টাডিস ফিল্ম এন্ড টেলিভিশন নিয়ে। অভিনয়ের পাশাপাশি জোর কদমে চালিয়ে গিয়েছেন পড়াশোনার কাজও।
বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক রয়েছে অভিনেত্রীর ঝুলিতে। ‘প্রতীক্ষা’, ‘সোনার হরিণ’, ‘ময়ূরপঙ্খী’, ‘পটল কুমার গানওয়ালা’, ‘মোহর’ প্রভৃতি ধারাবাহিকে। বর্তমানে তাঁকে ‘মৌ এর বাড়ি’ ধারাবাহিকেও অভিনয় করতে দেখা যাচ্ছে। তবে অভিনেত্রীদের পড়াশোনা নিয়ে আলাদাই একটি বক্তব্য থাকে দর্শক মহলে। ভেবেই নেওয়া হয় অভিনেত্রী মানে তিনি কম পড়াশোনা জানেন। এ বিষয়ে ত্রমিলা বলেন, ‘”অনেকেই মনে করেন অভিনেতারা অল্প শিক্ষিত, পেটে বিদ্যা নেই। তাই তাদের অবজ্ঞা করা হয়, কিন্তু এই ভাবনাটা ভুল”। কারণ অভিনেত্রী নিজেই বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিক এ কাজ করার পাশাপাশি তিনি সমান উচ্চ শিক্ষিতাও বটে।
Comments are closed.