মহারাষ্ট্রে মালগাড়ি ও যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় আহত কমপক্ষে ৫৩ জন। মঙ্গলবার গভীর রাতে মহারাষ্ট্রের গোন্দিয়া এলাকায় যাত্রীবাহী ট্রেনটির সঙ্গে ধাক্কা লাগে মালবাহী ট্রেনের। লাইনচ্যুত হয় ভগত কী কোঠি নামে ওই যাত্রীবাহি ট্রেনের তিনটি কামরা। তবে জানা গিয়েছে, সবুজ সিগন্যাল দেখতে না পাওয়ায় এই দুর্ঘটনা হয়েছে।
দুর্ঘটনার সময় গাড়িদুটির গতি কম থাকায় এখনও কোনও প্রাণহানীর খবর পাওয়া যয়েনি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। পৌঁছায় রেলের আধিকারিকরা। যাত্রীদের নিরাপদে সরিয়ে আনা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। ট্রেনটি রাইপুর থেকে নাগপুর যাচ্ছিল। বুধবার ভোরে ট্রেনদুটিকে আলাদা লাইনে নিয়ে আসার পর ছাড়া হয়।
Comments are closed.