বছরে আয় ৭২ কোটি, সাথে আছে ৯ কোটির বাড়ি এবং নামি গাড়ি, এত টাকার সম্পত্তির অধিকারী হয়েও নিরহংকারী অরিজিৎ সিং

বলিউডের একজন বিখ্যাত গায়ক হলেন অরিজিৎ সিং। তবে তিনি নামকরা গায়ক হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার নেই। জন্মসূত্রে তিনি জিয়াগঞ্জের ছেলে হলেও এখন কিন্তু বাস করে আরব সাগরের তীরে। তবে সময় পেলেই ছুটে আসেন মাটির টানে জন্মভূমিতে। আর সেখানে কিন্তু কোনো সেলিব্রিটি হয়ে ঘুরে বেড়ান না। থাকেন একজন সাধারন মানুষের বেশে। তবে এইবার সামনে এসেছে এই প্লেব্য্যাক সিঙ্গারের সম্পত্তির পরিমাণ।

প্রথম সোনি’র রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’ (Fame Gurukul)-এর মাধ্যমে জনগণের সামনে আসেন অরিজিৎ সিং। অরিজিৎ এই প্রতিযোগিতায় জয়লাভ করতে না পারলেও বলিউডের প্রখ্যাত গায়কদের নজরে এসেছিলেন ফ্রেমগুরুকুলের মঞ্চ থেকে। সাংহাই (Shanghai) সিনেমার গান ‘দুয়া’ এবং বরফি (Barfi) সিনেমার ‘ফির লে আয়া দিল’ (Phir Le Aya Dil) গান টি গেয়ে তিনি মির্চি মিউজিক বেস্ট আপকামিং মেল প্লেব্যাক সিঙ্গার’ (Mirchi Music Award for Upcoming Male Playback Singer)-এর পুরস্কার পান।

এরপর ২০১৩-র ‘আশিকী ২’ (Aashiqui 2) সিনেমায় ইতিহাস সৃষ্টিকারী “তুম হি হো” (Tum Hi Ho) গানটি তাকে একদম সাফল্যের উচ্চশিরায় পৌঁছে দেয়। এই গানটি গেয়ে তিনি পেয়েছিলেন ‘ফিল্মফেয়ার বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার’ অ্যাওয়ার্ড (Filmfare Award for Best Male Playback Singer)। ছাড়া আরো অসংখ্য পুরস্কার পেয়েছেন। এরপর তিনি হামদরদ, আগর তুম সাথ হো, লাল ইশক এর মত রোমান্টিক গান গেয়েছেন।

দেশের বাইরে বিদেশের মাটিতেও তার জনপ্রিয়তা কম নয়। সিনেমার পাশাপাশি ভারতের বাইরে বিদেশেও তিনি কনসার্ট করেন। প্রতিমাসের প্রায় ৬ কোটি টাকা রোজগার করেন অরিজিৎ। অর্থাৎ বছরে তার ৭২ কোটি টাকা ইনকাম হয়। ২০২০ সালে তিনি ভারসোভাতে একটা বিল্ডিংয়ে চারটে বাড়ি কিনেছেন। ওই বাড়িগুলির মূল্য ৯.১ কোটি। এই বিখ্যাত গায়ক যে গাড়িগুলি ব্যবহার করেন সেগুলি হল হামার, রেঞ্জ রোভার, মার্সিডিজ বেঞ্জের।

Comments are closed.