পুজো মানে অনেকের কাছে নিজের পাড়া। অনেকের কাছে প্যান্ডেল থেকে প্যান্ডেল ঘোরা আবার অনেকের কাছে কয়েকদিনের ছুটিতে কোথাও ঘুরে আসা। তাঁদের কথা চিন্তা করে পুজোর সময় বিশেষ ট্রেন চালু করল পূর্ব রেল। পুজোর এখনও বাকি ৩০ দিন। আর একমাস আগেই বিশেষ ট্রেন চালুর ঘোষণা করল রেল। রেলের তরফে বলা হয়েছে, পুজোর সময় কয়েকদিনের ছুটিতে অনেকেই বাইরে বেড়াতে যান। ট্রেনগুলিতে ব্যাপক ভিড় হয়। তাই ভিড় ঠেকাতে বিশেষ ট্রেন চালানোর ভাবনা রেলের বলেই জানানো হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে।
২ টো বিশেষ ট্রেন চালানোর কথা জানিয়েছে রেল। একটা চলবে শিয়ালদহ থেকে। শিয়ালদহ থেকে ট্রেন চলবে গোরক্ষপুর পর্যন্ত। ২ অক্টোবর থেকে শুরু হবে ট্রেন চলাচল। চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। প্রতি রবিবার রাত ১১ টা ৫ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। যা পরদিন বিকেল ৫ টায় গোরক্ষপুর পৌঁছাবে। সোমবার রাত ৭ টা ৫ মিনিটে গোরক্ষপুর থেকে ছেড়ে সেটি হাওড়া আসবে দুপুর ১ টা ৩০ মিনিটে।
অন্যদিকে হাওড়া থেকে ছাড়বে আরেকটি পুজো স্পেশাল ট্রেন। ট্রেন চলবে হাওড়া-রক্সৌল-হাওড়ার মধ্যে। যেটি শুধুমাত্র অক্টোবরে চলবে। প্রতি শনিবার ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে রক্সৌলের উদ্দেশ্যে যাবে। শনিবার রাতে ১০ টা ৫৫ মিনিটে ট্রেনটি ছাড়বে। রক্সৌল পৌঁছাবে পরেরদিন দুপুর ২ টো ১৫ মিনিটে। আবার রবিবার ট্রেনটি রক্সৌল থেকে ছাড়বে বিকেল ৩ টে ৪৫ মিনিটে। হাওড়া পৌঁছাবে সোমবার সকাল ৭ টা ৩০ মিনিটে।
পুজো স্পেশাল এই ট্রেনগুলিতে টিকিট বুকিং শীঘ্রই শুরু হবে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। শুধুমাত্র ঘুরতে যাওয়া নয়, এই সময় অনেকে ভিন রাজ্য থেকে বাংলায় ফেরে। তাঁদেরও সুবিধা হবে জানিয়েছে রেল।
Comments are closed.