প্রতিবন্ধী নন, কিন্তু প্রতিবন্ধী কোটায় টিকিট কেটে ট্রেনে যাতায়াত করছেন বহু যাত্রী। এবার সেই রকম ১১ ভুয়ো প্রতিবন্ধী যাত্রীকে গ্রেফতার করল টিকিট পরীক্ষকরা। খড়্গপুর ডিভিশন এবং আদ্রা ডিভিশনের টিকিট পরীক্ষকরা এদের গ্রেফতার করেছে। জানা গিয়েছে, প্রতিবন্ধীর জাল শংসাপত্র তৈরি করে অনলাইনে টিকিট কাটতেন তারা।
শনিবার চিফ কমার্শিয়াল ম্যানেজার শ্রী মনোজ কুমার এবং খড়্গপুর ডিভিশন এবং আদ্রা ডিভিশনের টিকিট পরীক্ষকদের একটি দল জলপাইগুড়ি-মাদ্রাজ এক্সপ্রেস থেকে ৯ যাত্রীকে এবং ত্রিবান্দ্রম-শালিমার এক্সপ্রেস থেকে ২ যাত্রীকে গ্রেফতার করেছে। রেল সূত্রের খবর, কয়েকমাস ধরে ট্রেনের টিকিটের প্রতিবন্ধী কোটা ভর্তি হয়ে যাচ্ছিল। এরপরেই নড়েচড়ে বসে রেল। টিকিট পরীক্ষকদের একটি দল নজরদারি চালায়। জানা গিয়েছে, শুধুমাত্র বাংলা নয়, গোটা দেশজুড়েই নজরদারি চালানো হয়। রেল সূত্রে আরও জানা গিয়েছে, জালিয়াতি করে প্রতিবন্ধী কোটায় টিকিট কাটার ফলে রেলের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে।
এক মেডিকেল অথরিটি প্রতিবন্ধী কার্ড ইস্যু করে। টিকিট কাটার সময় এই কার্ড দেখে টিকিট দেওয়ার নিয়ম। কিন্তু সেই কার্ড জাল হলে তা বোঝা সম্ভব হয়না। আর অনলাইনের ক্ষেত্রে সেই কার্ডের জাল কপি দেওয়া আরও সহজ হয়।
Comments are closed.