দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরেই মূল্যবান কোহিনূর নিয়ে ফের একবার আলোচনা শুরু হয়েছে। কোহিনূর ভারতে ফেরাতে হবে এমন একটা দাবি নিয়েও কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া সরগরম। এই অবস্থায় ওড়িশার এক সংগঠন দাবি করল, কোহিনূরের আসল মালিক পুরীর জগন্নাথ দেব। এখানেই না থেমে ওই সংগঠনের দাবি, দ্রুত কোহিনূর ফেরানো হোক পুরীর মন্দিরে।
ওড়িশার জগন্নাথ সেনা নামে ওই সংগঠন সম্প্রতি বিবৃতি জারি করেছে। তাঁদের দাবি, কোহিনূর হিরের প্রকৃত মালিক মহারাজা রঞ্জিত সিংহ। তিনি ওই বহু মূল্যবান রত্ন জগন্নাথ দেবকে ফিরিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু তার আগেই রঞ্জিত সিংহ প্রয়াত হন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও এই বিষয়ে হস্তক্ষেপ করতে দাবি করেছে জগন্নাথ সেনা।
সংবাদ সংস্থা সূত্রে খবর, কোহিনূর ফেরত চেয়ে রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি দিয়েছে জগন্নাথ সেনা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ১০৫ ক্যারেটের ওই হিরেরটি মহারাজা রঞ্জিত সিংহের কাছে ছিল। মহারাজা তাঁর উইলে ওই হিরে জগন্নাথ দেবকে দিয়ে গিয়েছেন। হিরে ফেরানো নিয়ে রাষ্ট্রপতি যেন প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে বলেন।
ওই সংগঠনের তরফে সংবাদ সংস্থাকে আরও জানানো হয়েছে, এর আগেও কোহিনূর ফেরত চেয়ে ২০১৬ সালে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে চিঠি লিখেছিল তারা। সে সময়ে বাকিংহাম প্যালেসের তরফে সেই চিঠির জবাবও দেওয়া হয়েছিল। উত্তরে জানানো হয়েছিল, রানি রাজনৈতিকভাবে নিরেপক্ষ। রাজপরিবারের তরফে সে দেশের মন্ত্রকের সঙ্গে কথা বলার পরামর্শ দেওয়া হয়েছিল। জানা গিয়েছে, রানির মৃত্যর পর কোহিনূর পাবেন এলিজাবেথের পৌত্রবধূ ক্যামেলিয়া।
Comments are closed.