তৃতীয় লাইনে কাজের জন্য বর্ধমান লাইনে বাতিল একাধিক দূরপাল্লা ও লোকাল ট্রেন

ফের বর্ধমান লাইনের নিত্যযাত্রীদের ভোগান্তির আশঙ্কা। তৃতীয় লাইনে কাজের জন্য ১৪ তারিখ থেকে ১৬ তারিখ অর্থাৎ শুক্রবার পর্যন্ত বাতিল করা হয়েছে হাওড়া-বর্ধমান শাখার একাধিক এক্সপ্রেস ট্রেন। বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। কর্ড ও মেন দুটি লাইনেই বন্ধ থাকবে ট্রেন চলাচল। রসুলপুর শক্তিগড়ের মধ্যে তৃতীয় লাইনের কাজের জন্য এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্ড লাইনে মেমারি থেকে বর্ধমানে কোনও ট্রেন চলবে না। এই লাইনেই মশাগ্রাম থেকে বর্ধমান কোনও ট্রেন চলবে না। এই লাইনে হাওড়া থেকে মশাগ্রাম পর্যন্ত আপ ও ডাউনে ট্রেন চলবে ১৬ টি করে। ব্যান্ডেল থেকে মেমেরি লাইনে চলবে কয়েকটি ট্রেন। বাতিল করা হয়েছে মোট ৫৪ টি দূরপাল্লার ট্রেন। বাতিল ট্রেনের তালিকায় আছে, গোরক্ষপুর-কলকাতা, গয়া, গণদেবতা, আজিমগঞ্জ-কবিগুরু, শিয়ালদহ-সিউরি, শান্তিনিকেতন সহ একাধিক দূরপাল্লার ট্রেন।

সপ্তাহের মধ্যবর্তী সময়ে এই তিনদিন ট্রেন বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি হতে পারে বলে মনে করা হচ্ছে। কয়েকদিন আগেও তৃতীয় লাইনের কাজের জন্য বর্ধমান-হাওড়া শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করেছে রেল। ৩ সেপ্টেম্বর থেকে কয়েকদিন হাওড়া বর্ধমান কর্ড ও মেন লাইনে বহু ট্রেন বাতিল করা হয়েছিল। এর ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েন যাত্রীরা।

Comments are closed.