শনিবার রেড রোডে কার্নিভাল। আর এই কার্নিভালে যাওয়ার পথে ঘটল দুর্ঘটনা। প্রতিমা সহ ট্যাবলোতে ধাক্কা দিল বেপরোয়া ট্যাক্সি। এদিন কার্নিভালে যাচ্ছিল রামমোহন সম্মিলনীর প্রতিমাসহ ট্যাবলো। ক্ষতিগ্রস্ত হয় রামমোহন সম্মিলনীর ট্যাবলো। পিছন থেকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে ট্যাক্সি। ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, এই বছর জঙ্গল কন্যা থিমে সাজানো হয়েছিল পুরো মণ্ডপ। এখানে হাজির থাকার কথা ছিল ঝাড়গ্রাম থেকে শিল্পীদের। এই পুজো কুণাল ঘোষের পুজো বলে পরিচিত। উপস্থিত থাকার কথা ছিল মন্ত্রী বিরবাহা হাসদার। তিনি এই পুজোর উদ্বোধন করেছিলেন। ট্যাবলো মেরামতির চেষ্টা করা হচ্ছে। হেস্টিংস থানায় নিয়ে যাওয়া হয়েছে ঘাতক ট্যাক্সিটি।
শনিবার কার্নিভালের জন্য বন্ধ থাকবে কলকাতার একাধিক রাস্তা। কলকাতা ট্রাফিক পুলিশ নয়া নির্দেশিকা দিয়ে জানিয়েছে, কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে রেড রোড। শনিবার দুপুর থেকে বন্ধ থাকবে লা লেন। বন্ধ থাকবে কুইন্স ওয়ে। পলাশী গেট রোড ও বন্ধ থাকবে। ধর্মতলা বন্ধ থাকবে। দুপুর ২ টো থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত হেস্টিংস মোড় থেকে লাভার্স লেন পর্যন্ত খিদিরপুর রোডে যান চলাচল বন্ধ রাখা হবে।
কার্নিভালের জন্য রানি রাসমণি এভিনিউ এবং ধর্মতলার মধ্যে গাড়ি রাখা যাবে না। চৌরঙ্গি রোড, জও হরলাল নেহেরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইন্স ওয়ে, মেয়ো রোড, স্ট্রান্ড রোডে পার্কিং বন্ধ থাকবে। যাঁরা পায়ে হেঁটে বা মেট্রোতে কার্নিভাল দেখতে যেতে চান, তাঁরা ধর্মতলা বা পার্ক স্ট্রিটে নেমে পায়ে হেঁটে রেড রোডে পৌঁছাতে পারেন।
Comments are closed.