গঙ্গাকে দূষণমুক্ত করতে নয়া পদ্ধতিতে প্রতিমা বিসর্জন টালা প্রত্যয়ের, দেখুন ভিডিও

অভিনব পদ্ধতিতে এবার প্রতিমা বিসর্জন দিল টালা প্রত্যয়। এই পুজোর ইতিহাসে প্রথম বার কৃত্রিম জলাশয় বানিয়ে প্রতিমা ভাসান দেওয়া হল। ৪৩ ফুটের প্রতিমা জল কামানের সাহায্যে গলিয়ে দেওয়া হল। ফেসবুকের পুরো ভিডিও শেয়ার করেছে টালা প্রত্যয় পুজো কমিটি।

ভিডিওতে দেখা যাচ্ছে, জলকামানের সাহায্যে প্রতিমা গলিয়ে দেওয়া হচ্ছে। আর সেই জল গিয়ে পড়ছে কৃত্রিম জলাশয়ে। শুক্রবার অভিনব পদ্ধতিতে এই ভাসান দেখতে প্রচুর মানুষ একত্রিত হন।

কলকাতা পুরসভা এবং দমকলের সাহায্যে পুরো কাজটি করা হয়। পুজো কমিটির উদ্যোক্তাদের কথায় গঙ্গা দূষণের কথা মাথায় রেখে তাঁদের এই অভিনব ভাবনা।

গত বছর দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য একটি নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়, জলাশয়–পুকুর–ঘাট এমনকী যমুনা নদীর মতো জনসমাগম হওয়া জায়গায় প্রতিমা বিসর্জন করা যাবে না। দুর্গা প্রতিমা বিসর্জন মানুষের বাড়ি অথবা কমিউনিটি সেন্টারে হতে পারে। যেখানে বড় জায়গা বা অন্যান্য পাত্রে বিসর্জনের ব্যবস্থা রয়েছে।

গত দুবছর করোনা আবহে যাতে বিসর্জনে ভিড় না হয় সেই চিন্তা করেই ত্রিধারা পুজো কমিটি মণ্ডপের সামনেই প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করেছিল। কৃত্রিম জলাশয় তৈরি করে সেখানেই জল দিয়ে প্রতিমার রং মাটি গলিয়ে বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

Comments are closed.