বাঁকুড়ার খাতড়ায় খোঁজ মিলল প্রাচীন গুহার। জঙ্গলমহল নামে পরিচিত খাতড়ার পোড়াপাহাড়ে এই গুহার সন্ধান পাওয়া গিয়েছে। গুহা ঘিরে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছে। গুহা কে তৈরি করল, কবে থেকে রয়েছে, ইত্যাদি একগুচ্ছ প্রশ্ন উঠছে।
স্থানীয় লোকগবেষক মধুসূদন মাহাতো নামে ব্যক্তি ওই গুহাটি খুঁজে পেয়েছেন। গুহাটির উচ্চতা প্রায় ৬ ফুট চওড়ায় প্রায় ৪-থেকে পাঁচ ফুট। গবেষকের দাবি, গুহার ভিতরেও ৭টি কুঠুরির সন্ধান মিলেছে। পোড়াপাহাড়ের মাঝামাঝি পাওয়া গুহার গঠন বৈশিষ্ট্য দেখে স্থানীয় গবেষকের দাবি এটি আদমি মানুষদের তৈরি।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, গুহাটি সম্পর্কে তাঁরা দীর্ঘদিন ধরেই জানতেন। যদিও পর্যটকেরা এতদিন এই গুহার কথা জানতেন না। স্থমিয়দের আবেদন, এক্ষুণি গুহার রক্ষণবেক্ষণ-এর দায়িত্ব নিক সরকার।গুহাকে ঘিরে একটি পর্যটন কেন্দ্রও গড়ে উঠতে পারে বলে আশাবাদী স্থানীয় লোকজন।
খাতড়া এলাকাতেই রয়েছে মুকুটমণিপুর। সারা বছরই পর্যটকেরা সেখানে গিয়ে ভিড় জমান। তবে নতুন গুহার টানেও পর্যটকেরা বাঁকুড়া পাড়ি দেবেন বলে এলাকাবাসী আশা করছেন।
Comments are closed.