উৎসবের মরশুমে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। সদ্য ভাইফোঁটা গিয়েছে। মাছ-মাংস থেকে শুরু করে শাক-সব্জি। সব কিছুই চড়া দামে বিকোচ্ছে। এর মধ্যেই ফের দাম বাড়তে চলেছে পাউরুটির।
বেকারি মালিক সংগঠনের তরফে জানানো হয়েছে, আগামী ২০ নভেম্বর থেকে বাড়ছে পাউরুটির দাম। পাউন্ড প্রতি দাম বাড়ছে ৪ টাকা করে। ১ পাউন্ড পাউরুটির দাম এবার থেকে ২৮ টাকার বদলে হবে ৩২ টাকা। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসেও পাউরুটির দাম পাউন্ড প্রতি ৪ টাকা বেড়েছিল। মালিক সংগঠনের তরফে জানানো হয়েছে, জ্বলানির দাম, ময়দার দাম ক্রমাগত বেড়ে যাচ্ছে। যে কারণেই দাম বাড়ানোর সিদ্ধান্ত।
এদিকে পাউরুটি ছাড়াও কয়েকদিন আগে ডিমের দামও বেড়েছে। বর্তমানে ডিমের দাম প্রতি পিস সাড়ে ৬ টাকা করে। সামনেই বড়দিন। ডিমের দাম নিয়ন্ত্রণে না থাকলে কেক বা অন্যান্য সামগ্রীরও দাম বাড়বে বলে মনে করা হচ্ছে।
এদিকে পাউরুটি নিত্যদিনের একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। বাটার টোস্ট হোক কিংবা ডিম টোস্ট। ব্রেকফাস্ট পাউরুটির জুড়ি মেলা ভার। সেই পাউরুটিও মহার্ঘ্য হতে চলেছে।
Comments are closed.