কালীপুজোর পরেই জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার নদিয়া সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। ১০ নভেম্বর কলকাতায় ফিরবেন তিনি। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষ্যে ঝাড়গ্রামে যাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে একটি সভা করার পর ওইদিনেই কলকাতা ফিরে আসবেন তিনি।
ওই দিন বিনপুর-২ ব্লকের বেলপাহাড়িতে হতে পারে একটি জনসভা। যেখানে বিরসা মুন্ডার জন্মদিন পালন করা হতে পারে। মঙ্গলবার এই বিষয়ে একটি বৈঠক হয়েছে বলে নবান্ন সূত্রের খবর। ঝাড়্গ্রাম সফরে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করতে পারেন মমতা ব্যানার্জি। সূত্রের খবর, কয়েকটি রাস্তার উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী।
বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে তৎপরতা শুরু করেছে জেলা নেতৃত্ব। এই বছরেই মে মাসে ঝাড়গ্রাম সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেইসময় প্রশাসনিক সভা করেছিলেন তিনি। সেই প্রশাসনিক সভা থেকে উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করেছিলেন মমতা ব্যানার্জি। এইবার ফের ঝাড়গ্রাম সফরে জনসভা থেকে কী বার্তা দেন সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। যেখানে আগামী বছরই পঞ্চায়েত নির্বাচন আর ২০২৪ সালের লোকসভা ভোট। এদিন নদিয়া থেকে একাধিক ইস্যুতে বিজেপিকে কড়া আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।
Comments are closed.