নিয়োগ নিয়ে আদালতে মামলা তা ঘিরে রোজই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। এই আবহে নিয়োগ সম্পর্কে বলতে গিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিধানসভা থেকে তিনি দাবি করেন, রাজ্য নতুন নিয়োগ করতে চাইলেই কেউ না কেউ আদালতে চলে যাচ্ছে। স্থগিতাদেশ নিয়ে চলে আসছে।
এদিন বিধানসভায় রেশন ডিলারদের নতুন নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, যখনই নতুন লোকজন নিয়োগ করতে চাইছি, তখনই কেউ কেউ আদালতে যাচ্ছে। কোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে চলে আসছে।
এখানেই না থেমে তৃণমূল নেত্রী আরও অভিযোগ করেন, এই সব মামলা রাজ্যকে লড়তে হচ্ছে। মামলা লড়তে লড়তেই সব টাকা চলে যাচ্ছে। আদালতের উদ্দেশ্য মুখ্যমন্ত্রী বলেন, আমি বিধানসভা মারফত কোর্টকে বলবো, যাতে মানুষের সুবিধা হয়…বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে।
Comments are closed.