দূরপাল্লার ট্রেনে টিকিট কাটলেই কফার্ম হবে কিনা তা নিয়ে একটা আশঙ্কা থাকেই। বিশেষ বিশেষ মরশুমে অনেক সময় টিকিট কনফার্ম হয় না। যা নিয়ে ভোগান্তির শেষ নেই। তবে ট্রেনের টিকিট কনফার্ম না হলে যদি বিমানে যাত্রা করার সুযোগ পান, তাও আবার বিনামূল্যে? শুনে অবিশ্বাস্য লাগছে তো? তবে বাস্তবে কিন্তু এমন চমকপ্রদ সুযোগ আপনিও পেতে পারেন। ‘ট্রেনম্যান’ নামে একটি অনলাইন টিকিট কাটার অ্যাপ এই সুযোগ দিচ্ছে। আপনার টিকিট কনফার্ম না হলে অ্যাপের তরফে আপনার জন্য বিনামূল্যে প্লেনের টিকিট কেটে দেওয়া হবে। তবে তার জন্য নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে। যা আপনাকে অনুসরণ করতে হবে।
অ্যাপটির পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত যাত্রীদের সুবিধা অসুবিধার কথা ভেবেই এই নতুন ফিচার চালু করা হয়েছে। অ্যাপে গিয়ে টিকিট কাটার সময় ওই ট্রেনের আসন সাংখ্যা কি পর্যায় রয়েছে, ইত্যাদি যা কিছু বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে অ্যাপে একটি ট্রিপ অ্যাসুয়েরেন্স ফিচার রয়েছে। আপনার টিকিট কনফার্ম হওয়ার সম্ভবনা কতখানি তা অ্যাপের প্রেডিকসন মিটারের মাধ্যমে যাত্রীদের বলে দেওয়া হয়। প্রেডিকসন মিটার যদি বলে আপনার টিকিট কনফার্ম হওয়ার সম্ভবনা ৯০ শতাংশ বা তার বেশি তাহলে ট্রিপ অ্যাসুয়েরেন্স বাবদ অ্যাপ ব্যবহারকারীর কাছ থেকে ১ টাকা চার্জ করা হয়। আর যদি কনফার্ম হওয়ার সম্ভবনা ৯০% এর কম তাহলে একটি মিনিমাম চার্জ নেওয়া হয়ে থাকে।
অ্যাপের দাবি, নতুন এই ফিচার অনুযায়ী, কোনও যাত্রী যদি টিকিট কেটেও কফার্ম না হয়, তা হলে অ্যাপের মাধ্যমে সেই যাত্রীর জন্য বিনামূল্যে বিমানের টিকিট কেটে দেওয়া হবে। সংস্থাটির দাবি, ৯৪% শতাংশ ক্ষেত্রে তাদের প্রেডিকসন মিলে যায়। যে কারণে অ্যাপের মাধ্যমে টিকিট কাটলে যাত্রীরা নিশ্চিত টিকিট পান। কনফার্ম না হওয়ার ঘটনা খুবই কম ঘটে। এরপরেও যদি কেউ টিকিট না পান, যাত্রীর সুবিধার জন্য অ্যাপের তরফে এই বিশেষ চমকপ্রদ সুযোগ দেওয়া হচ্ছে।
Comments are closed.