‘দুয়ারে রেশন’ নিয়ে স্বস্তিতে রাজ্য, হাইকোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

‘দুয়ারে রেশন’ নিয়ে আইনী জটিলতা কাটল। রাজ্যে চলবে ‘দুয়ারে রেশন’। হাইকোর্টের রায়কে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এই প্রকল্প চালাতে কোনও বাধা নেই।

২০২১ সালে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে ‘দুয়ারে রেশন’ চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ২১ এর বিধানসভা ভোটের আগে বিবিন্ন জায়গায় প্রচারে গিয়ে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির মুখে শোনা গিয়েছিল দুয়ারে রেশনের প্রতিশ্রুতি। তিনি বলেছিলেন ক্ষমতায় এলে রেশন দোকানে গিয়ে কষ্ট করে লাইন দিতে হবে না। রাজ্য সরকার দুয়ারে এনে দেবে রেশন। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছিল ‘দুয়ারে রেশন’।

এরপর ক্ষমতায় এসেই তিনি চালু করেন ‘দুয়ারে রেশন’। কিন্তু এই প্রকল্পের বৈধতা নিয়ে প্রশ্ন তোলান রেশন ডিলাররা। উচ্চ আদালতে মামলা করেন রেশন ডিলারদের একাংশ। সেই মামলাতেই এই প্রকল্পকে খাদ্য আধিকার আইনের পরিপন্থী এই প্রকল্প। তাই বন্ধ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সেই মামলাতেই হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।

মানুষের স্বার্থের সঙ্গে কোন আপোস করা হবে না বলে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

Comments are closed.