ক্যানসারের চিকিৎসায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, ৪ সরকারি হাসপাতালে বসছে বিশেষ মেশিন

ক্যানসারের চিকিৎসায় বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের আরও ৪ টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্ক্যানের মেশিন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ৮০ কোটি টাকা দিয়ে এই স্ক্যানের মেশিন বসানো হবে।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ও কলকাতার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিটি স্ক্যান মেশিন বসানো হবে। তবে প্রথমে এই মেশিন বসবে কলকাতার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। চলতি বছরের শেষের দিকেই এই মেশিনগুলি বসানো হবে। আর বিনামূল্যেই সিটি স্ক্যান করা যাবে এইসব হাসপাতালে।

উল্লেখ্য, শরীরের কোথাও ক্যানসার থাকলে তা কতটা ভয়ানক অবস্থায় রয়েছে। সেই ক্যানসার অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ার সম্ভাবনা কতটা রয়েছে, সেইসব জানা যায় মেশিনের মাধ্যমে। যেসব রোগীর ক্যানসারের চিকিৎসা চলছে, তাঁদের ৩ মাস অন্তর সিটি স্ক্যান করার নির্দেশ দেন চিকিৎসকরা। তাতেই বোঝা যায়, চিকিৎসায় কতটা সাফল্য এসেছে। আগে রাজ্যে মাত্র এনআরএস সরকারি হাসপাতালে সেই সুবিধা পাওয়া যেত। সম্পূর্ণ বিনামূল্যে এই পরীক্ষা করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হত রোগীদের। রবিবার ছাড়া সপ্তাহের ৬ দিনই ১০ থেকে ১৫ জনের এই মেশিনের সাহায্যে পরীক্ষা করা হয়। একটি মাত্র হাসপাতালে এই সুযোগ থাকার ফলে পরীক্ষার জন্য কয়েকমাস সময় লেগে যেত। ক্যানসারের মতন অসুখের ক্ষেত্রে দীর্ঘ সময় অপেক্ষা করা সম্ভব নয়। সেইকারণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে  রাজ্যের আরও ৪টি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে এই মেশিন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Comments are closed.