পর্যটকদের কাছে আরও আকর্ষনীয় হচ্ছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক

বাড়তে চলেছে শিলিগুড়ির বেঙ্গল সাফারির আকর্ষণ। পার্কে আসতে চলেছে ব্ল্যাক বাক। পাশাপাশি পার্কে আসছে আরও একটি একশৃঙ্গ গণ্ডার। এর আগে একটি একশৃঙ্গ গণ্ডার ছিল পার্কে। জানা গিয়েছে, ওই গণ্ডারের নিঃসঙ্গতা কাটাতে আনা হচ্ছে আরও একটি গণ্ডার। বেঙ্গল সাফারি পার্ক   কর্তৃপক্ষ পর্যটকদের আকর্ষণ বাড়াতে আরও কিছু জন্তু আনার চিন্তা ভাবনা করছে।

শুক্রবার পার্কে এই নিয়ে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য বনপাল (উত্তরবঙ্গ) রাজেন্দ্র জাখর, দার্জিলিংয়ের জেলাশাসক পুন্নমবালম এস, ডিএফও কার্শিয়াং ও বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর কমল সরকার আরও অনেকে। বৈঠকের পর জানা যায়, বেঙ্গল সাফারির আকর্ষণ বাড়াতে বেশকিছু জন্তু আনা হবে। এই নিয়ে টাটা জিওলজিক্যাল পার্কের সঙ্গে কথা হয়েছে। সেখান থেকে আনা হবে ব্ল্যাক বাক। এছাড়াও পার্কে এক শৃঙ্গ গণ্ডারের নিঃসঙ্গতা কাটাতে আনা হচ্ছে আরও একটি গণ্ডার। ব্ল্যাক বাক এক প্রজাতির হরিণ। এই হরিণ দেখা যায় পাকিস্তান ও নেপালের কিছু জায়গায়। জামশেদপুরের টাটা জিওলজিক্যাল পার্কে ব্ল্যাক বাক রয়েছে। সেখান থেকে উত্তরবঙ্গের শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আনা হচ্ছে ব্ল্যাক বাক হরিণ।

উল্লেখ্য, পর্যটকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। এই পার্কে চিড়িয়াখানার পাশাপাশি গাড়িতে জঙ্গলভ্রমণের সুবিধাও পাওয়া যায়। তাই সারাবছর এখানে পর্যটকদের ভিড় লেগে থাকে।

Comments are closed.